স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : লিচু গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক নবম শ্রেণীর ছাত্রের। ঘটনা বিশ্রামগঞ্জ গুলিরাইবাড়ি এলাকায়। জানা যায়, লিচু খেতে গিয়ে গাছ থেকে পড়ে যায় ১৪ বছর বয়সী দিলীপ দেববর্মা। সে পাথালিয়াঘাট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
লিচু গাছ থেকে পড়ার পর একা একা বাড়িতে চলে যায় দিলীপ। এরপর পরিবারের লোকজনেরা তাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে চিকিৎসা সেরে তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। বাবা কিরণ দেববর্মা জানিয়েছে পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে দিলীপ। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।