Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবন্য হাতির তাণ্ডবে বলি গৃহপালিত পশু

বন্য হাতির তাণ্ডবে বলি গৃহপালিত পশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধান সভার অন্তর্গত কপালি টিলা এলাকায় আবারো তান্ডব চালানো বন্য হাতির দল। জানা যায়, শনিবার রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে কপালি টিলা এলাকার অমল চৌধুরীর গবাদি পশুর মৃত্যুর মুখে পড়ে।

 এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষের বক্তব্য, প্রতিনিয়ত হাতির আক্রমণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে, প্রাণহানির মতো ঘটনা ঘটছে, গবাদি পশুর উপরও আক্রমণ সংঘটিত হচ্ছে। এভাবে চলতে থাকবে তারা আদতে কিভাবে বাঁচবেন প্রশ্ন এলাকা জুড়ে!

স্থানীয়দের অভিযোগ হচ্ছে, এলাকাবাসীরা বন্য হাতির যন্ত্রণায় অতিষ্ঠ, সমস্যার মধ্যে তাদের জীবন-জীবিকা, অথচ এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা উদাসীন। এলাকাবাসীরা সম্মিলিতভাবে আরও জানিয়েছেন, বিভিন্ন সময় নানা ভাবে বন্য হাতির আক্রমণ সংঘটিত ঘটনাগুলো মন্ত্রীর গোচরে নিয়ে যাওয়া হলেও মন্ত্রী কপালি টিলা এলাকায় পা দেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত অনুভব করেন না। গ্রামবাসীর জানায়, অনেক প্রতিশ্রুতি হয়েছে ,অনেক আশ্বাস হয়েছে ,এবার প্রকৃত অর্থে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বন্যহাতির সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য