স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : সম্প্রতি বিশালগড় আনন্দ মার্গ স্কুল ও তার পার্শ্ববর্তী বাসিন্দা গৌরী রানীর সাহার মধ্যে জমি বিবাদ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। এই ঘটনায় নানা গৌরী রানী সাহার পক্ষ নিয়ে শাসক দলের এক যুব নেতার নেতৃত্ব বিশালগড় আনন্দ মার্গ স্কুলে প্রকাশ্যে হামলার অভিযোগও উঠে আনন্দমার্গ স্কুল কতৃপক্ষের তরফ থেকে। এই ঘটনাও বিশালগড় থানা পর্যন্ত যায়।
তারপরেও যেন গৌরী রানী সাহার তান্ডব আনন্দমার্গ স্কুল ও স্কুলের চেয়ারম্যিন ননীগোপাল দেবনাথের উপর কোন ভাবেই থামছে না। আইন সমাজ কোনটারই যেন তোয়াক্কা করছে না গৌরী রানী সাহা। এমনটাই অভিযোগ। এরই মধ্যে রবিবার সকালে ফের একবার গৌরীর রণংদেহী রূপ প্রকাশ্যে এসেছে। এদিন ভোরবেলা আবারো গৌরী রানী সাহা ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক স্কুলে প্রবেশ করে নিজের সীমানা দখল করতে যায় গৌরী বলে অভিযোগ৷
খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সহ অন্যান্যরা। সেখানেই গৌরী রানী সাহা বিদ্যালয়ের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথকে খুনের হুমকি দিতে শুরু করে। এই গোটা ঘটনায় শাসক দলের হেভিওয়েট এক যুব নেতার অঙ্গলী হেলনের অভিযোগ তোলা হয় বিদ্যালয় কতৃপক্ষের তরফে। তবে যে ভাবে শাসক দলের এক রাজ্যস্তরীয় হেভিওয়েট নেতার নাম জড়াচ্ছে তাতে আখড়ে মুখ পুড়ছে শাসক দলের। এমনটাই গুঞ্জন বিশালগড় জুড়ে।