স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমীক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে হো চি মিনের পতিকৃতীতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান সমগ্র বিশ্বে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন হো চি মিন। ভিয়েতনাম দীর্ঘ দিন শোষণের শিকার হয়েছিল। ভিয়েতনামের মুক্তির জন্য লড়াই করেছিলেন হো চি মিন। ভিয়েতনামে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলেন তিনি।