Friday, March 29, 2024
বাড়িরাজ্যগন্ডাছড়া উন্নয়নে ৭৬০ কোটি টাকা ব্যয় করছে সরকার : মুখ্যমন্ত্রী

গন্ডাছড়া উন্নয়নে ৭৬০ কোটি টাকা ব্যয় করছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : নারিকেল কুঞ্জ, ডুম্বুর এগুলি পূর্বেও ছিল। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার দিকে গুরুত্ব দেয়নি কোন সরকার।এখন গন্ডাছড়া নারিকেল কুঞ্জ নৌকাঘাট হবে, হেলিপ্যাড হবে এবং হেলিকপ্টার নামবে, ডুম্বুর জলাশয়ে স্পিডবোড চলবে, রাত্রি যাপন করার ব্যবস্থা গড়ে উঠবে তা কেউ কল্পনাও করতে পারিনি। এতে মানুষের রোজগার বাড়বে। পুরো দুনিয়া থেকে মানুষ ডুম্বুর, নারিকেল কুঞ্জ দেখতে আসবে। একটা পূর্বে বানিয়ে রাখা হয়েছিল কালাপানি।

পানিশমেন্টের জায়গা। বর্তমান সরকারের আমলে সেই জায়গা উন্নত করতে মন্দির ঘাট থেকে যতনবাড়ি হয়ে ৫২ কোটি টাকার কাজ চলছে। আর সেই উন্নয়নের দিশা এগিয়ে চলেছে বর্তমান সরকার। শুক্রবার গন্ডাছড়া লক্ষ্মীপুর বুদ্ধিচারিয়া স্কুলের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাতটি আর সি সি সেতু গন্ডাছড়ায় নির্মাণ করার পরিকল্পনা নেয় সরকার। এর মধ্যে ২ টি সেতু নির্মাণ হয়ে গিয়েছে। ৩০ কোটি টাকা ব্যয় করে আর সি সি সেতু বর্তমান সরকার তৈরি করে দিচ্ছে। ড্রাবল লেন রোড গন্ডা ছড়ায় তৈরি করা হচ্ছে। ৬০০ কোটি টাকা ব্যয় করে ছৈলেংটা, রহস্যা বাড়ি ও ভগীরথ হয়ে গন্ডাছড়া পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। ৩৬ টি আবাসন তৈরি করা হয়েছে। ৭৬০ কোটি টাকা ব্যয় করে গন্ডাছড়া মহকুমা উন্নয়ন করছে বর্তমান সরকার। পূন্য রাজ্যের ৫০ বছরে গন্ডাছড়া উন্নয়ন করতে ব্যয় করেনি পূর্বতন কোন সরকার। মহাকুমা ঘরে ঘরে বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে দিচ্ছে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন দিকে উন্নয়নের জন্য কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় জনজাতি ছাত্রদের জন্য নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সাথে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, জনজাতি মন্ত্রী মেকার কুমার জমাতিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য