শ্রীনগর, ১১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। শুক্রবার দুপুরে গুরেজ সেক্টরের তুলাইল এলাকার (বারাউম) গুজরান নাল্লাহতে ভেঙে পড়ে সেনাবাহিনীর ওই চিতা হেলিকপ্টার। হেলিকপ্টার ভেঙে পড়ার পরই শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু পাইলটকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি, আহত হয়েছেন সহকারী পাইলট।
প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, শুক্রবার জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরের বারাউম এলাকায় ভেঙে পড়েছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। হেলিকপ্টারের ক্রু সদস্যদের উদ্ধারের জন্য ওই স্থানে পৌঁছয় উদ্ধারকারী দল, কিন্তু পাইলটের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সহকারী পাইলট। গুরেজ সেক্টরে অসুস্থ এই বিএসএফ জওয়ানকে নিয়ে আসতে যাচ্ছিল হেলিকপ্টারটি, কিন্তু চিতা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে।