Sunday, July 27, 2025
বাড়িরাজ্যনাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ নাশকতার আগুনে পুড়ে ছাই মাক্সিমো গাড়ি। ঘটনা বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্ত্বর এলাকায়। গাড়ির নাম্বার যথাক্রমে  টিআর ০১এম ০৬২৪। মালিকের নাম টুটোন দে। এই গাড়িটি প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ করে বিলোনিয়া ইংরেজি মাধ্যম ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্যই ব্যবহার করা হতো।

টুটন দে -র স্ত্রী জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম ডেকে তুলেন। ঘুম থেকে উঠে তারা দেখতে পায় গাড়িটির মধ্যে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় আগুন নিভিয়ে নেওয়া হয়। তাদের বক্তব্য এই আগুন কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি। এটা প্রতিহিংসা মূলক লাগানো হয়েছে। রুজি রোজগারের একমাত্র সম্বল হারিয়ে গৃহস্থ ব্যাপক ক্ষতির সম্মুখীন শো তে। এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলার রুজু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!