স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : গত চার দিন ধরে নিখোঁজ মঙ্গলধন চাকমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। এদিন ছৈলেংটা ফিশারী পাড়া জেবি স্কুলের পিছনে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে গত চারদিন ধরে নিখোঁজ ছিল মঙ্গলধন চাকমা।
বৃহস্পতিবার সকালে এলাকার স্কুলের পাশে দুর্গন্ধ পেয়ে লোকজন স্কুলের পিছনে গিয়ে দেখতে পায় মঙ্গলধন চাকমার পচা গলা মৃতদেহ। বর্তমানে মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।