Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসাঁতার শিখতে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রের

সাঁতার শিখতে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : মহেশখলার বোতল পার্কে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম বিশ্বজিৎ দাস। বাড়ি আনন্দনগর এলাকায়। জানা যায়, আনন্দনগর এলাকার অনুকূল দাসের ছেলে বিশ্বজিৎ দাস বৃহস্পতিবার প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার জন্য মাকে বলে।

 মায়ের বারণ করা সত্ত্বেও বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে চাই দশম শ্রেণীতে পড়ুয়া এই ছাত্র বিশ্বজিত। কিন্তু মায়ের বারণ করা সত্ত্বেও ১৫ বছরের এই ছেলেটি বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে যায় জলাশয়ে। ধীরে ধীরে বেলা গড়িয়ে যায় কিন্তু ছেলে আর বাড়িতে ফিরে আসেনি। এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। সাঁতার শিখতে গিয়ে নাকি মৃত্যু বিশ্বজিতের। বিশ্বজিতের পরিবারের অন্যান্য সদস্যরা অবশ্য বিশ্বজিতের এই অকাল মৃত্যুকে মানিয়ে নিতে পারেনি। ছেলে সাঁতার জানতো না ঠিকই। বন্ধুদের সঙ্গে গিয়েছিল সাঁতার শিখতে। পরিবারের লোকজনদের অভিযোগ তাকে তার বন্ধুরা দুষ্টুমি করে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর এটি ঘটে এই দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই বিশ্বজিতের এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য