Friday, January 3, 2025
বাড়িরাজ্যবামেদের কাঠগড়ায় তুললেন বিজেপি -র মুখ্য প্রবক্তা

বামেদের কাঠগড়ায় তুললেন বিজেপি -র মুখ্য প্রবক্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : সিপিআইএম এবং বামফ্রন্ট সম্প্রতি মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করে এক অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য। তাই তারা সংকীর্ণ রাজনৈতিক করে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে। বারবার অভিযোগ তুলছে রাজ্যে কাজ নেই, খাবার নেই। মিথ্যা চরমে পৌঁছে অন্ধ ধৃত রাষ্ট্রে আছে সিপিআইএম।

 তারা জানেনা রাজ্যের যুবকরা স্বনির্ভর হতে কি কি কাজ করছে। সুতরাং মিথ্যার উপর ভর করে অন্ধ ধৃত রাষ্ট্রে আছে তারা। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি আরো বলেন, কংগ্রেস জন বর্জিত এবং সিপিআইএম মানুষ থেকে গণবর্জিত। তাই মানুষ যাতে তাদের বিভ্রান্তের ফাঁদে পা না দেয় তার জন্য আহ্বান জানান তিনি।  আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র নেতা তাপস মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য