Saturday, July 27, 2024
বাড়িরাজ্যশরণার্থীদের খবর নিলেন আমরা বাঙালির প্রতিনিধি দল

শরণার্থীদের খবর নিলেন আমরা বাঙালির প্রতিনিধি দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : পানিসাগর মহকুমাধীন পেকুছড়া বনদপ্তরের অধীন ৮৩ পরিবারকে দেখতে গেলেন আমরা বাঙালি পক্ষ থেকে এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই ৮৩ পরিবারকে পানীয় জলের এবং খাদ্যের অভাব যোগান দিতে আমরা বাঙালির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন। গত শনিবার থেকে এখানে আসা শুরু হয়েছে কাঞ্চনপুর মহকুমার লালজুরী, জয়শ্রী, বড় হলদি, সুভাস নগর,দসদা এলাকা থেকে মোট ৮৩ টি পরিবার।

এখন পর্যন্ত পেকুছড়াতে বনদপ্তরের অধীন জায়গায় অবস্থান করছে। জয়শ্রী, লালজুরী, বড় হলদি , সুভাষ নগর, দসদা প্রভৃতি এলাকায় বন দপ্তরের জায়গার উপর এদের অবস্থান ছিল। তারা নাকি শুনতে পেরেছেন পেকু ছড়াতে তাদেরকে বনদপ্তরের পক্ষ থেকে প্রতি পরিবারকে নির্দিষ্ট জায়গা দখলদারি হিসাবে পাট্টা দেওয়া হবে। তাই বিভিন্ন জায়গা ছেড়ে বন জঙ্গলে যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্যের প্রকৃত অবস্থান নেই সেখানে তারা এসে বসবাস করতে শুরু করেছে। বনদপ্তরের উচ্চ আধিকারিকরা এলাকা পরিদর্শনে যায়, কিন্তু এই ৮৩ পরিবারকে কোন ধরনের পানীয় জল ও খাদ্যের ব্যবস্থা করেননি। খোলা আকাশের নিচে নিজেদের তাবু নিজেরাই কাপড় দিয়ে বানিয়ে দিনরাত কাটাচ্ছেন বলে এলাকাবাসীর মন্তব্য। আমরা বাঙালির পক্ষ থেকে তাদের জন্য পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য