Friday, October 18, 2024
বাড়িরাজ্যসরকারের ব্যর্থতার দিকে আঙ্গুল তুলে বিক্ষোভ মিছিল সিপিআইএমের

সরকারের ব্যর্থতার দিকে আঙ্গুল তুলে বিক্ষোভ মিছিল সিপিআইএমের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে :অবিলম্বে কাজ, খাদ্য, পানীয়জল, সেচ ও বিদ্যুৎ সংকট দূরীকরণের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মিছিল সংগঠিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। রাজধানীর মেলারমাঠ স্থিত সিপিআইএম জেলা অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

পরে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা রাজ্যে সরকারের কোন অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব চলছে। ৬ মাস ধরে রেগার কাজ নেই। রাজ্যে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে মানুষকে পেট্রোল সংগ্রহ করতে হচ্ছে। ঝড় বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ-এর খুঁটি পরিবর্তনের কোন উদ্যোগ নেই। আরো বলেন, একটা জনবিরোধী সরকার রাজ্য চলছে। তাদের শাসনে রাজ্য দিন দিন ডুবে যাচ্ছে। সবদিক থেকে এ সরকার ব্যর্থ হয়েছে গত ৬ বছরে। সোমবার ছামনু গোবিন্দ বাড়ি, থালাছড়া, মানিকপুর, ৩২ মাইল সহ বিভিন্ন এলাকায় গিয়ে লক্ষ্য করা গেছে যুবকরা এলাকায় নেই। কাজের সূত্রে তারা আগরতলা সহ রাজ্যের বাইরে পাড়ি দিয়েছে। তাদের এই অবস্থা দেখতে সেখানে যেতে হবে সরকারের প্রতিনিধি দলকে। আগরতলায় শীততাপ নিয়ন্ত্রিত করতে বসে সাংবাদিক সম্মেলন করলে চলবে না বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য