Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরাস্তা সংস্কার ও ড্রেইন নির্মাণের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কার ও ড্রেইন নির্মাণের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে :রাস্তা সংস্কার ও ড্রেইন নির্মাণের দাবিতে মঙ্গলবার সকালে কৈলাশহরের লক্ষীপুর এলাকায় কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধে করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। জানা যায় বিগত কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে লক্ষীপুর ও নয়াপতন এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল জমে যায়।

এলাকায় জল নিষ্কাশনের ড্রেইন না থাকার কারণে দুইটি গ্রামের বহু মানুষ ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের দাবি এলাকা থেকে জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণ করে দেওয়া হোক। পাশাপাশি নয়াপতন এলাকার বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। স্থানীয়রা সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের পর্যন্ত দ্বারস্থ হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা মঙ্গলবার সকালে কৈলাশহরের লক্ষীপুর এলাকায় কৈলাশহর ও টিলাবাজারের মূল সড়ক অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসিদের দাবি জেলা শাসককে অবরোধস্থলে গিয়ে সমস্যা সমাধানের লিখিত আশ্বাস দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য