স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জিব দেববর্মা। এইদিনের শিবিরে আইজিএম হাসপাতালে কর্মরত নার্স সহ বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন।
দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জিব দেববর্মা জানান আগরতলা সরকারি নার্সিং কলেজ ও আইজিএম হাসপাতালে কর্মরত নার্সদের উদ্যোগে এইদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক সেবিকা দিবস।
এই দিনটিকে সামনে রেখে এইদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।রক্তদান সিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম দিবস পালিত হয় আগরতলা জিবি ক্যান্সার হাসপাতালে। পাশাপাশি এই দিন এক বৃক্ষ রোপণ কর্মসূচির ও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ আরো অন্যান্যরা।