Saturday, December 21, 2024
বাড়িরাজ্যমায়ের বকুনি খেয়ে আত্মহত্যা ছেলের

মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা ছেলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করল ছেলে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড়ের রাস্তার মাথা এলাকায়। জানা যায় রাস্তার মাথা এলাকার বাসিন্দা আপন দেবনাথ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় রাতের বেলায় বাড়িতে যায়। মায়ের কাছ থেকে জোর পূর্বক টাকা নিয়ে বন্ধুদের সাথে মিলে নেশা সেবন করে সে।

বৃহস্পতিবার রাতেও সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে যায়। তখন আপন দেবনাথের মা ছেলেকে বকা দেন। মায়ের সাথে আপন দেবনাথের কথা কাটাকাটি হয়। তারপর আপন দেবনাথের মা ঘুমিয়ে যান। বৃহস্পতিবার গভীর রাতে আপন দেবনাথের মা ঘুম থেকে উঠে দেখতে পান ছেলে ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলছে। তখন ওনার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসে। খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে গেলেও রাতের বেলায় মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর কোন উদ্যোগ গ্রহণ করে নি। মৃত আপন দেবনাথের বড় বোন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আপন দেবনাথ সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে রাত ১১ টার সময় বাড়িতে ফিরে আসে। এই নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পর গভীর রাতে ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করে আপন দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য