Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ ভুক্ত ভোগীদের। ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার এন.সি নগর উত্তর পাড়া এলাকার বিদ্যুৎ-এর ট্রান্সফর্মারটি দীর্ঘ ৬ মাস পূর্বে বিকল হয়ে যায়। তারপর অন্য একটি ট্রান্সফর্মার থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

কিন্তু বিগত ১০ থেকে ১২ দিন পূর্বে এলাকার বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পরে। এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এলাকাবাসিরা পাচ্ছে না পানীয় জল। তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকার লোকজন বুধবার সকালে সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ করে। সড়ক অবরোধকারি এক ব্যক্তি জানান এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য ওনারা বহুবার দাবি জানিয়েছেন। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় আসলে এলাকাবাসিদের জানিয়ে যায় বিদ্যুৎ নিগম অফিসে যাওয়ার জন্য। অফিসে যাওয়ার পর আধিকারিকরা জানিয়ে দেন এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকাবাসিদের জানিয়ে দেন তাদের এলাকার ট্রান্সফর্মারটি বিকল হয়ে গেছে। এইটা পরিবর্তন করতে হবে। তাই এইদিন তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য