স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : চাকমা জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসবের অংশ হিসেবে রবিবার বিকেলে আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হয় ‘বিজু রং ধং’। আগরতলাস্থিত চাকমা ইয়ুথ কালচারাল ফোরামের উদ্যোগে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও পদ্মশ্রী সম্মানে ভূষিত স্মৃতিরেখা চাকমা এবং বিশিষ্ট ও বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খীসা সহ অন্যান্য অতিথিগণ। চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিজু উৎসব।
মূলত, বাংলা বছরের চৈত্রের শেষ দুদিন এবং নতুন বছর বৈশাখের প্রথমদিন সহ মোট তিন দিন ধরে চলে এই উৎসব। এই উপলক্ষে রাজ্যে প্রত্যেক বছরই চাকমা অধ্যুষিত এলাকাগুলিতে পালা করে রাজ্য ভিত্তিক বিজু মেলার আয়োজন করা হয়। এবছর রাজ্যভিত্তিক বিজু মেলা অনুষ্ঠিত হয় উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার মাছমারা এলাকায়। এই অবস্থায় রবিবার রাজধানী আগরতলায় বসবাসকারী চাকমা জনজাতিদের নিয়ে আয়োজন করা হয় বিজু সাংস্কৃতিক সন্ধ্যার। উদ্বোধনী অনুষ্ঠানে বিজু গান পরিবেশন করেন চাকমা ইয়ুথ কালচারাল ফোরামের শিল্পীগণ। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিজু রং ধং উদযাপনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিগণ।