Friday, October 18, 2024
বাড়িরাজ্যভুয়ো ফিজিওথেরাপিস্টের ভুল চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ফিজিওথেরাপিস্টরা

ভুয়ো ফিজিওথেরাপিস্টের ভুল চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ফিজিওথেরাপিস্টরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : ফিজিওথেরাপি শব্দটি ব্যবহার করে একটা অংশ বিভিন্ন রোগীদের থেকে আর্থিক উপার্জনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের ন্যূনতম যোগ্যতা সাড়ে চার বছরের স্নাতক কোর্স হতে হয়। কিন্তু এই ধরনের যোগ্যতা অর্জন না করে আগরতলা শহরের অলিগলিতে বডি ম্যাসেজ, পঞ্চকর্মার নাম দিয়ে অবাধে ভুল ও অবৈজ্ঞানিকভাবে ফিজিওথেরাপির চিকিৎসা করে যাচ্ছে।

ভুয়ো ফিজিওথেরাপিস্টদের জন্য বহু মানুষ শারীরিকভাবে অচল হয়ে পড়ছে। তারা নির্দিষ্ট যোগ্যতা অর্জন না করে মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে আর্থিক এবং শারীরিক দিক দিয়ে বড় ক্ষতির মুখে ফেলেছে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের পক্ষ থেকে এক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌমক ভট্টাচার্য। তিনি বলেন, ভুয়া ফিজিওথেরাপিস্টদের যাচাই করার জন্য আজকে সম্মেলন থেকে একজন লিগ্যাল এডভাইজারকে নিয়োগ করা হয়েছে। তিনি খতিয়ে দেখবেন রাজ্যের মানুষের যাতে আর আর্থিক এবং শারীরিক কোন ক্ষতি না হয়। লক্ষ্য থাকতে হবে যাতে ভুয়া ফিজিওথেরাপিস্ট না থাকে। বিগত কোভিড মহামারী পর বহু রোগী ভুয়া ফিজিওথেরাপিস্টে মাধ্যমে চিকিৎসা করে শারীরিকভাবে আরও বেশি অচল হয়ে পড়েছে। তাই আগামী দিনে ফেজিওথেরাপি করানোর আগে সে ব্যক্তি যোগ্যতা অবশ্যই যাচাই করার জন্য আহ্বান জানান সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য