Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিকাশ ত্রিপুরায় প্রশাসনিক অসহযোগিতার কারণে গাছের নিচে পরিবার

বিকাশ ত্রিপুরায় প্রশাসনিক অসহযোগিতার কারণে গাছের নিচে পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : কি অদ্ভুত দৃশ্য! ঘরে ঘরে সুশাসন পৌঁছালেও, সুশাসনের বঞ্চনায় গাছের নিচে মাথা গুঁজতে হলো এক পরিবারকে। শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনজাতি পরিবারের আশ্রয়স্থল এখন গাছতলা। এই করুণ দৃশ্য রবিবার ক্যামেরাবন্দি হয় চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের দুই নং ওয়ার্ড শরৎ চৌধুরী পাড়া এলাকা থেকে। দিশেহারা বিজয় দেববর্মার পরিবার গাছ তলায় কখনো বসে, কখনো শুয়ে দিন যাপন করছেন।

 সহধর্মীনি, সন্তান এবং নাতিকে সঙ্গে নিয়ে এভাবেই দিনযাপন করছে। তার কাছ থেকে জানা যায় গত দেড় মাস আগে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছিল তার ঘরের। অতিরিক্ত শিলা বৃষ্টিতে টিন জরাজীর্ণ জন্য হয়ে যায়। এখন বৃষ্টি হলে ঘরের ভেতর হাঁটু জল হয়ে পড়ে। বৃষ্টি শুরু হলে ঘর ছেড়ে পার্শ্ববর্তী কারোর বাড়িতে গিয়ে বারান্দায় রাত কাটাতে হয়। বহুবার তহশিলদার এসে ঘরের অবস্থা দেখে গেল কোন ধরনের সহযোগিতা করা হয়নি। তহশিলদার আশ্বস্ত করেছে সহযোগিতা মিলবে। কিন্তু এলাকার ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলি ১০-২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেয়েছে। একমাত্র সুশাসন থেকে বঞ্চিত বিজয়ের পরিবার। অবশেষে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায়ত্বের কথা তুলে ধরেন। কিন্তু কি কারনে প্রশাসনিক সহযোগিতা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সে বিষয় নিয়ে এখনো তিনি কিছু বলতে পারছেন না। তাই বিষয়টি সরকার দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করার জন্য দাবি করল অসহায় বিজয় পরিবার। আরো জানা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বঞ্চিত বিজয় দেববর্মার পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য