Saturday, April 26, 2025
বাড়িরাজ্যবিকাশ ত্রিপুরায় পানীয় জলের ভরসা ছড়া

বিকাশ ত্রিপুরায় পানীয় জলের ভরসা ছড়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : বিকাশ ত্রিপুরায় জল জীবন মিশন অধরা। এখনো পানীয় জলের জন্য একমাত্র ভরসা ছড়ার জল। কৈলাসহর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে অবস্থিত ঊনকোটি এ.ডি.সি ভিলেজের অন্তর্গত শিববাড়ী গ্রাম। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ঊনকোটি এ.ডি.সি ভিলেজের শিববাড়ী গ্রামে রয়েছে রিয়াং সম্প্রদায়ের বসবাস। প্রায় ৬০ পরিবারের দুই শতাধিক অধিক রিয়াং জনজাতিতর বসবাস রয়েছে। বিদ্যুৎ পরিষেবা পৌঁছলেও ২৪ ঘন্টায় পরিষেবার নামে ৬ থেকে ৭ ঘন্টার বেশী বিদ্যুৎ পরিষেবা যেন স্বপ্নের মতো।

এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ পরিবারের অধিকাংশ পরিবার ঘর পেলেও কিছু পরিবার এখনো ঘর পায়নি বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে। তবে জল জীবন মিশনের নামে সরকারের আরম্ভরের সহিত প্রচার থাকলেও এখনো পরিচ্ছন্ন জল পৌঁছয় নি রিয়াং বস্তিতে। মাঝে মধ্যে সরকারের তরফ থেকে গাড়ি দিয়ে রিয়াং বস্তিতে জল পৌঁছে দিলেও বিগত একমাস ধরে জলের গাড়িও তাদের বস্তিতে যাচ্ছে না বলে অভিযোগ। আর এই অবস্থায় একমাত্র ছড়ার জলের উপরই নির্ভর করতে হয় এখানকার জনজাতিদের। টিলাভূমির উপর থেকে নিচে ছড়া থেকে জল আনতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে বলে জানান সেখানকার এক স্থানীয় বাসিন্দা।

 তবে বৃষ্টিপাত কম হওয়ায় ছড়ায় তেমন একটা জল না থাকায় অসুবিধায় পড়েছেন সেখানকার মানুষ। তাই সরকারের কাছে তাদের দাবী প্রতিদিন যদি জলের গাড়ি দিয়ে অন্তত এক গাড়ি জল দেওয়া যায় তবে তারা পরিশোধ্য জল পান করতে পারেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম পাহাড়ি টিলা পল্লীতে ঝর্ণা ও ছড়ার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যকর জল পাওয়া যায় না। ফলে, ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এছাড়া এ ধরনের জল পান করার ফলে বিভিন্ন রকম জলবাহিত রোগ দেখা দেয় বলেও জানান স্থানীয় এক বাসিন্দা। পাহাড়ের গা বেঁয়ে ফোঁটা ফোঁটা জল যা আসে তা দিয়ে একটি কলস জল ভরতে অনেকক্ষন সময় দাঁড়িয়ে থাকতে হয় তাদের। টিলায় বসবারত গ্রামগুলোতে তীব্র জল সংকট থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জল সংগ্রহ করেন। আর এটাই বিকাশ ত্রিপুরা দৃশ্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য