স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : বুধবার মৎস্য দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে রাজ্য ভিত্তিক এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রীর মেভার কুমার জমাতিয়া। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রাজ্যে বর্তমান সরকার মাছ উৎপাদন বৃদ্ধি করতে যথেষ্ট আন্তরিক। সরকার চাইছে বহির্রাজ্য থেকে যে পরিমাণ মাছ আমদানি করতে হয় তা যাতে আগামী দিনে আমদানি করতে না হয় সে দিকে গুরুত্ব দিয়ে মৎস্য চাষের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করছে।
একই সাথে টেকনিক্যাল পরিকাঠামো গড়ে তুলে মাছ উৎপাদন বৃদ্ধি করতে চাইছে। রাজ্যের ৯৫ শতাংশ মানুষ মাছ খায়। তাই মাছের চাহিদা মেটাতে সরকার মৎস্য চাষীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওয়াটার বডি পিলিসি গ্রহণ করে। যার ফলে সামঞ্জস্য আসে জলাশয়গুলি নিয়ন্ত্রন করার ক্ষেত্রে। এবার মৎস্য চাষিদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সম্পর্কে অবগত করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে আগামী দিনে ঘাটতি মিটবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব তরুণ কান্তি দেবনাথ, সভাধিপতি অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা।