Thursday, May 30, 2024
বাড়িরাজ্যযুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : শনিবার ১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, যুব মোর্চার মন্ডল সভাপতি মনিষ চক্রবর্তীর সহ প্রমুখ। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্ম কুমারী আশ্রমে।

প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান, গত কয়েকদিন ধরে বিশ্ব উষ্ণায়নের ফলে তাপ প্রবাহ চলছে। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা। তারই অঙ্গ হিসেবে যুব মোর্চার পক্ষ থেকে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এদিন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের কাছে প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি জানান কর্তৃপক্ষ। সার্বিক বিষয়ে অবগত হয়ে আশ্বস্ত করেন সুশান্ত দেব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য