Saturday, July 27, 2024
বাড়িরাজ্যগরিয়া উৎসব, ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষ বরণ উৎসবের আয়োজন

গরিয়া উৎসব, ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষ বরণ উৎসবের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পানতুই স্পোটিং সোসাইটি উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে গরিয়া উৎসব, ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষ বরণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পানতুই স্পোটিং সোসাইটি পদাধিকারি সহ অন্যান্যরা।

প্রদিপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। পানতুই স্পোটিং সোসাইটির সম্পাদক চিরকুমার দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অন্যান্য বছরের ন্যায় এই বছরও তথ্য সংস্কৃতি দপ্তর ও পানতুই স্পোটিং সোসাইটি যৌথ উদ্যোগে গরিয়া উৎসব, ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষ বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। গড়িয়া উৎসব শুধুমাত্র জনজাতিদের জন্য নয়। গড়িয়া উৎসব দুর্গা পুজার রূপ ধারন করেছে। জাতি জনজাতি সকলে এই উৎসবে সামিল হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য