Thursday, December 26, 2024
বাড়িরাজ্যপরীক্ষার্থী শূন্য বাস, পরীক্ষা দিতে চলে গেলেন ট্রেনের টিকিট কেটে

পরীক্ষার্থী শূন্য বাস, পরীক্ষা দিতে চলে গেলেন ট্রেনের টিকিট কেটে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে বাসে করে যেতে চাইছে না কোন পরীক্ষার্থী। শুক্রবার দুপুর একটা সময় আগরতলা টি আর টি সি থেকে পরীক্ষার্থীদের নিয়ে রওনা হওয়ার জন্য বাসটি দাঁড়িয়ে থাকে। কিন্তু কোন পরীক্ষার্থী আসেনি বাসটি দিয়ে বহির্রাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। গত ১ মে আসামে বাস দুর্ঘটনার পর পরীক্ষার্থীদের মনোবল ভেঙে গেছে।

 এ বিষয়ে বাসের দায়িত্বে থাকা ট্রাফিক সুপারভাইজার দিলীপ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের অনলাইন পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে শিলচর যাবে বাসটি। কিন্তু দুপুর একটা সময় বাসটি রওনা হওয়ার কথা থাকলেও কোন পরীক্ষার্থী আসেনি। যদিও গত দুদিনে আমবাসার কয়েকজন পরীক্ষার্থী ব্যাংক কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করে জানিয়েছিল তারা বাসের মাধ্যমে শিলচর যাবে। কিন্তু আজ তারা জানিয়ে দেয় বাস দিয়ে পরীক্ষা দিতে যাবে না। সকলে ট্রেনের টিকিট কেটে নিয়েছে। হতাশাগ্রস্ত হয়ে তিনি আরো জানান, গাড়িটি আমবাসা এবং ধর্মনগর দিয়ে যাবে। যদি সেখান থেকে কোন পরীক্ষার্থী গাড়ি দিয়ে যেতে চায় তাহলে যেতে পারবে বলে জানান ট্রাফিক সুপারভাইজার দিলীপ চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য