Thursday, May 29, 2025
বাড়িরাজ্যঅপহরণ মামলায় গ্রেফতার এক

অপহরণ মামলায় গ্রেফতার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : এক নাবালিকা অপহরণের অভিযোগ মূলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতের নাম তমাল সরকার। বয়স ২৪ বছর। তার বাড়ি লেফুঙ্গা থানা এলাকায়। জানা যায়, বিগত বছর ৪ নভেম্বর যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া পঞ্চায়েত এলাকা থেকে ১৪ বছরের একটি নাবালিকা অপহরণ করেছিল।

ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা মেয়েটির অভিভাবক যাত্রাপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ মূলে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে তল্লাশিতে নেমে তিন দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে। কিন্তু অভিযুক্তকে জালে তুলতে পারে নি। বিগত প্রায় ৬ মাস ধরে পুলিশ অভিযুক্তের সন্ধানে বহু চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে আসার পরই পুলিশের গোয়েন্দা শাখা মারফত খবর আসে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এর কাছে। এই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান লেফুঙ্গা থানার পুলিশের কাছে। পুলিশ গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার ভোর বেলায় তাকে যাত্রাপুর থানায় নিয়ে আসে। পরে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!