স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।
বৈঠক শেষে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বিএসি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধন্তের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান ১৭ মার্চ থেকে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। ১৮, ১৯ ও ২০ মার্চ অধিবেশন বন্ধ থাকবে। পুনঃরায় ২১ মার্চ থেকে বসবে অধিবেশন। এই অধিবেশন চলবে ২৪ মার্চ পর্যন্ত। মোট ৫ দিন বসবে অধিবেশন। ১৭ মার্চ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী আরও জানান এইবারের অধিবেশনে বেশকিছু বিল পেশ করা হবে।