স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আবারও সরব হলো সি আই টি ইউ। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং মজুরী বৃদ্ধি সহ একাধিক দাবিতে সি আই টি ইউ পক্ষ থেকে বুধবার শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা তপন দাস।
তিনি জানান, সম্প্রতি বিলোনিয়া মহাকুমা চিত্তামারায় ইটভাট্টার দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে প্রশ্ন উঠছে শ্রমিকদের পরিবারের সামাজিক সুরক্ষা নিয়ে। তাই শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়েছে সকল দপ্তরের আধিকারিকের কাছে। গত চার বছর শ্রমিকদের এক টাকাও মজুরি বৃদ্ধি হয়নি। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বহুবার দপ্তরকে অবগত করা হলেও, মজুরি বৃদ্ধি হয় নি। তাই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।