স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : বাউন্ড সুগার সহ এক ব্যক্তিকে শ্বশুরবাড়ি থেকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির শশুর বাড়ি রাজধানীর বিদুর কর্তা চৌমুহনি এলাকায়। তার নাম দীপঙ্কর দেববর্মা।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। আটক হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা হবে। পুলিশ গোপন সূত্রের খবরে মঙ্গলবার বিকেলে তাকে আটক করেছে। বুধবার ধৃত দীপঙ্কর দেববর্মারের চারদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে তার সাথে আরো কারা জড়িত রয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি।