স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজধানীর বাধারঘাট স্থিত ও.এন.জি.সি -র অ্যাসেট পরিদর্শনে যান। রাজ্যপাল এইদিন বাধারঘাট স্থিত ওএনজিসি-র অ্যাসেট সরজমিনে ঘুরে দেখেন। কথা বলেন ওএনজিসি-র আধিকারিকদের সাথে।
ওএনজিসি-র কাজ কর্ম সহ বিভিন্ন বিষয়ে অবগত হন রাজ্যপাল। বাধারঘাটস্থিত ওএনজিসি-র অ্যাসেট পরিদর্শনের পর রাজ্যপাল জানান ওএনজিসি কি ভাবে কাজ করছে তা দেখতে এইদিন তিনি সেখানে গেছেন। সাধারন মানুষের প্রত্যাশা ও কেন্দ্রীয় সরকারের অর্থ কি ভাবে খরচ করছে তা দেখতে গিয়েছেন তিনি।