Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনিয়োগ প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ যুব কংগ্রেসের

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরুদ্ধে আবারও অমানবিকতার অভিযোগ তুলে সোমবার পোস্ট অফিস চৌমুহনি স্থিত শাখার সামনে বিক্ষোভ দেখায়। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার অভিযোগ ১৪ শতাংশ মানুষ ত্রিপুরায় বেকার। তাদের কাছে পয়সা নেই। তা সত্ত্বেও ১০০০ টাকা করে ফরম বিক্রি করা হয়েছে।

যুব কংগ্রেসের দাবি ছিল এই পরীক্ষা যাতে বহির রাজ্যে না করা হয়। কারণ বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া এবং আসা-যাওয়া থাকা-খাওয়া সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা খরচা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা সংক্রান্ত যে গাইডলাইন দেওয়া রয়েছে সেখানে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে পরীক্ষা আগরতলাতেই হবে।

 আর যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত গাইডলাইনে কোথাও লেখা নেই বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। যুব কংগ্রেসের দাবি বাইরের রাজ্যে পরীক্ষার সেন্টার বাতিল করতে হবে। না হলে তারা আগরতলা কো অপারেটিভ ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেবে। সোমবার দীর্ঘ সময় পর্যন্ত তারা কো-অপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য