স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : ভোট আসে ভোট যায়, কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি বহু প্রত্যন্ত এলাকায়। নির্বাচন আসলেই শুধুমাত্র নেতা মন্ত্রীদের দেখা মেলে দোয়ারে দোয়ারে। নাটক মঞ্চ তৈরি করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে এক প্রকার ভাবে জনগণের কাছে প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেয়। কিন্তু জনগণের ভোটে জয়ী হয়ে সেই নেতা যখন মন্ত্রী, বিধায়ক, সাংসদ হয়ে যায় তখন উনার লাগাল আর কেউ পায় না। বিলাসবহুল গাড়ি দিয়ে যাতায়াত করেন।
নিজ স্বার্থের প্রয়োজনে দল পর্যন্ত বিক্রি করে দেয় অন্য দলের কাছে। তাই এবার থেকে মুখ্য জবাব ভোটের দিন বেছে নিল ভোটাররা। এদিন ভোট বয়কট করল ৪৪ রাইমাভ্যালির ৫ নং বুথের সদাই পাড়ার ছয় শতাধিক ভোটার। তাদের অভিযোগ গ্রামে রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নের ছোঁয়া না লাগায় ভোট বয়কট করেছে তারা। যার ফলে এলাকার ভোট কেন্দ্র সকাল থেকে ভোটার শূন্য ছিল। পরবর্তী সময়ে এলাকায় গিয়ে নেতারা ভোট দিতে আসার জন্য গ্রামবাসীকে যখন কাকুতি মিনতি করতে শুরু করে তখন গ্রামবাসী তেলে বেগুনে জ্বলে উঠে। পথ অবরোধ করে বসে গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। কিন্তু ভোটারদের সাত, পাঁচ বুঝ দেওয়ার ক্ষমতা হয়নি কারোর। প্রশাসনিক কর্মীদের পাল্টা প্রতিরোধ করে গ্রামবাসী। অপরদিকে অম্পি ৩ নং ভোট কেন্দ্রের ভোটাররা ভোটারশূন্য হয়ে ছিল ভোটকেন্দ্র। তাদেরও একটাই বক্তব্য উন্নয়ন হয়নি বলে ভোট কেন্দ্রে যাবে না। সব মিলিয়ে বলা যায় ভোটের দিনের অপেক্ষায় ছিল বহু গ্রামবাসী। লাঞ্ছনা বঞ্চনা আর মেনে নেবে না তারা। কাজ করলেই ভোট দেবে। না হলে ভোট থেকে বিরত থাকবে। এমনটাই ষ্পষ্ট করেছে এদিন।