Saturday, April 26, 2025
বাড়িরাজ্যপূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট দিতে সফল হবে না বিজেপি : জিতেন্দ্র

পূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট দিতে সফল হবে না বিজেপি : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : সিপিআইএম দলের রাজ্য কমিটির সম্পাদক তথা ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি সাব্রুম মহকুমার কলাছড়া গাদ্ধাং উচ্চতর বিদ্যালয়ের ৩৯ নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নং বুথে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের ১৪০ কোটি মানুষের জন্য গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই এই লোকসভা নির্বাচন।

 কিন্তু শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনেও ভোটের নির্বাচনী সরব প্রচার শেষ হওয়ার পর অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের উচ্ছ্বাস ও জনগণের মেজাজের জন্য পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বলে খবর। তারপরও পুলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছে বিজেপি। শুধু তাই নয় শাসক দলে মন্ত্রী এবং বিধায়করা বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, পূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট দিতে সফল হবে না বিজেপি। এবং এর জন্য পূর্ব ত্রিপুরা আসনের ভোটারদের তিনি কুনিস জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য