স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : শুক্রবার ভোটের দিন সকাল বেলা মন্ত্রী বিকাশ দেববর্মা ভোট দিয়ে দাবি করেন বিরোধীরা নাকি লোক পাচ্ছে না পুলিং এজেন্ট করার জন্য। কিন্তু উনার বিধানসভা কেন্দ্রেই হার্মাদ বাহিনীর আক্রমণের অভিযোগ উঠেছে।
মন্ত্রীর বক্তব্যের সাথে এলাকার বাস্তব পরিস্থিতি রাত দিন তফাৎ। অভিযোগ বৃহস্পতিবার রাতে মন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৭ নং পুলিশ স্টেশনের বালুছড়া এলাকায় সিপিআইএম -এর পুলিং এজেন্টের বাড়িতে দুর্বৃত্তরা ব্যাপক আক্রমন সংঘটিত করেছে।
অভিযোগ নিত্য রঞ্জন বিশ্বাসের। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে এসে দুর্বৃত্তরা তান্ডব চালায় বাড়িতে। ঘরের দরজা খুলে বাইরে না বের হওয়ার কারণে ঘরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিত্যরঞ্জন বিশ্বাসের মোবাইল ফোন ভেঙে ফেলে। এবং নিত্যরঞ্জন বিশ্বাসের মেয়ের গলার হার ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এবং নিত্য রঞ্জন বিশ্বাসকে এলাকার ২ বিজেপি নেতা হুমকি দিয়েছে যদি তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেন তাহলে প্রানে বাঁচবে না। এবং তারা বলে যায় উনার নাকি ভোট হয়ে যাবে। তারপর গোটা পরিবারটি আতঙ্কে ভুগে। শুক্রবার সকালে থানায় অভিযোগ জানিয়েছেন।