স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ : মঙ্গলবার বিকালে সাব্রুম শহর সংলগ্ন সীমান্তের কাঁটাতার বেড়ার কাজ কতটুকু হয়েছে তা সরজমিনে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ বিনোদ শংকর, বিএসএফের ডিজি, আইজি, মুখ্যসচিব কুমার অলক, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
সাব্রুম কাঁঠালছড়ির বি এস এফ ৯৬ নাম্বার ব্যাটালিয়নের ২২১৬/৫ নাম্বার পিলারে গিয়ে কাঁটাতারের কাজ সরোজমিনে পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বি এস এফ-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গেছে সাব্রুম সীমান্তে যে সমস্ত স্থানে এখনো পর্যন্ত কাঁটাতারে কাজ সম্পন্ন হয়নি অতিসত্বর তা সম্পূর্ণ করার জন্য বি এস এফ -র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।