স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : গড়িয়ে পূজা দেখতে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃতের নাম রবি কুমার দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়, গড়িয়া পূজা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন চম্পকনগর এলাকার রবি কুমার দেববর্মা নামের এক বাসিন্দা। কিন্তু বাড়িতে আর তার ফেরা হয়নি।
পরিবারের লোকেরা দীর্ঘ খোঁজাখোজির পরেও কোথাও তার হদিশ পায়নি। রবিবার সন্ধ্যায় চম্পকনগর ফাঁড়ি থানার অন্তর্গত শুভা মনি পাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় নিখোঁজ এই ব্যক্তিকে দেখতে পেলে প্রত্যক্ষদর্শীরা খবর পাঠায় চম্পকনগর ফাঁড়ি থানাতে। চম্পকনগর ফাঁড়ি থানার পুলিশ নিখোঁজ এই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়েও ধন্দ্বে রয়েছে পুলিশ।