Wednesday, April 17, 2024
বাড়িরাজ্যমিথ্যা কথা বলে রাজনীতির দোকান বন্ধ : মুখ্যমন্ত্রী

মিথ্যা কথা বলে রাজনীতির দোকান বন্ধ : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : শিশুর প্রাতিষ্ঠানিক জন্ম মৃত্যুর হার কমেছে। ৯৮ শতাংশ শিশুর জন্ম হয় প্রাতিষ্ঠানিক। বাড়িতে ডেলিভারী হলে ঝুঁকি বারে। এটা হাসপাতালে সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক জন্মের হার বৃদ্ধি পাওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভুমিকা নিয়েছে তারা। আগে মানসিকতা ছিল হাসপাতালে না যাওয়ার। এখন সেই ভাবনার বদল ঘটেছে। শিশুর মৃত্যুর হার ২৭ শতাংশ ছিল। দেশের মধ্যে তিনটি রাজ্যে শিশু মৃত্যুর হার কেমেছে। এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। ৬ শতাংশ কামানো গেছে। ২৭ থেকে ২২ শে পৌঁছে গেছে। সোমবার মুক্তধারায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সৌজন্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় মহিলা সংসদে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্ব শক্তিকরন করতে হবে। মহিলা ভ্রুন হত্যার প্রবণতা কমানো গেছে। এটা আসে আর্থিক বৈষম্যের কারনে। এখন সমাজ ব্যবস্থার পরিবর্তন এসেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কারনে। এখন মহিলারা দোকান চালাচ্ছে। রোজগার সৃজনে বড় ভুমিকা নিচ্ছে। এটা প্রমান করে ত্রিপুরা মহিলা স্ব শক্তিকরনের দিকে এগুচ্ছে। পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পথই নারীর শ্ব শক্তিকরন। পুলিশি ব্যবস্থার মধ্যে মহিলাদের প্রয়োজন। তাই বর্তমান সরকার শুরুতেই স্বরাষ্ট্র দপ্তরের চাকুরীতে প্রথম ১০ মহিলা সংরক্ষণ করেছে। টি এস আর-এ মহিলারা নিয়োগ পেয়েছে। উচ্চ শিক্ষিত মহিলারা রাইফ্যালম্যানের চাকুরী করছে। মহিলাদের মধ্যে এখন আত্ম বিশ্বাস বেড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা করানোর প্রবনতায় বছরে ১০০ কোটি টাকা বহিঃ রাজ্যে চলে যায়। কিন্তু ১০ কোটি টাকা ব্যয় করে ভাল চিকিৎসক আনতে পারলে এই টাকা রাজ্যের মধ্যেই খরচা হবে। ৯০ কোটি টাকার সাশ্রয় হবে। সঠিক ম্যানেজম্যান্টের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব। আগে খেয়াল খুশি মত সরকার চলত। আন্দোলন ও ভাষণ দিয়েই সরকার চালাতো। এটা রাজ্যের জন্য দুর্ভাঘ্যের বিষয়। যারা পরিবর্তনের চেষ্টা ২০১৩ সালে করেছিল , তাদের চেহারা রাজ্যের মানুষ দেখে নিয়েছে। সেই সময় বিজেপি থাকলে সরকার গঠন করে ত্রিপুরাকে নতুন দিশায় নিয়ে যেত বলে জানান মুখ্যমন্ত্রী। মিথ্যা কথা বলে রাজনীতি করার দোকান এখন বন্ধ হয়ে গেছে। এখন রাজ্যে মিথ্যার কোন জায়গা নেই। কাজ করে ক্ষমতায় থাকতে হবে। স্ব ভিমানী হতে হবে মহিলাদের। পাল্টাতে হবে মানসিকতা। তবেই সফলতা আসবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দিপক মজুমদার, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ সহ অন্যান্যরা। সমাজে অবদানের জন্য মহিলাদের সম্মানিত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য