Monday, February 10, 2025
বাড়িরাজ্যহৃদরোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু



কদমতলা (ত্রিপুরা), ৭ মার্চ (হি.স.) : হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে কর্তব্যরত এক পু‌লিশ কর্মীর মৃত্যুর‌ হয়েছে। এ ঘটনায় পু‌লিশ মহলের পাশাপাশি উত্তর ত্রিপুরার পা‌নিসাগর ও কদমতলা এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে। নিহত পুলিশকৰ্মী কদমতলার বসিন্দা বিধু নাথ। মৃত্যুরকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল মাত্র ৩৭ বছর। বিধু নাথ রে‌খে গে‌ছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ।

জানা গে‌ছে, র‌বিবার রা‌তে পানিসাগর থানায় কর্তব্যরত অবস্থায় ছি‌লেন পুলিশ কর্মী বিধু নাথ। হঠাৎ রাত দুটা নাগাদ তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় নিজের অস্ত্র মাটিতে ফেলে চেয়ারে বসে থাকতে দে‌খেন আরেক সহকর্মী। সঙ্গে সঙ্গে তিনি অন্য পুলিশকর্মীদের সহ‌যো‌গে বিধু নাথকে চি‌কিৎসার জন্য প্রথমে পানিসাগর মহকুমা হাসপাতালে নি‌য়ে যান। ‌কিন্তু তাঁর অবস্থা সংকটজনক বলে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ধৰ্মনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিধুবাবুকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিধু নাথ।

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বৃহত্তর পা‌নিসাগর সহ কদমতলা এলাকায়। আজ সোমবার সকালে কদমতলায় তাঁর নিজের বাড়িতে মৃত‌দেহ নিয়ে আসা হ‌লে তাঁকে শেষ শ্রদ্ধা জানা‌তে ভিড় ক‌রেন বহু মানুষ। ধর্মনগ‌রের পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরাও মৃ‌তের বা‌ড়ি‌তে এসে তাঁদের সহকর্মীকে শেষ শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। আজই নিজের গ্রা‌মে প্রয়াত বিধু না‌থের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য