স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার দক্ষিণ ঘিলাতলী এলাকায়। জানা যায়, শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহাকুমার দক্ষিণ ঘিলাতলী এলাকায় প্রান্তোষ সরকার নামের এক বিদ্যুৎ কর্মী বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পা ফসকে মাটিতে পড়ে যায়।
ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ আহত অবস্থায় থাকা এই বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু করেন চিকিৎসক। যদিও প্রান্তোষ সরকারের বেশ কয়েকটি সেলাই লাগে। তবে হাসপাতাল সূত্রে দাবি, বর্তমানে মোটামুটি সুস্থই রয়েছে প্রান্তোষ। শেষ খবর প্রেরণ করা পর্যন্ত, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন সে।