Sunday, July 27, 2025
বাড়িরাজ্যতেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার সাত দিনের শিশু পুত্র

তেলিয়ামুড়ার রাজনগর এলাকা থেকে উদ্ধার সাত দিনের শিশু পুত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকা থেকে উদ্ধার সাত দিনের শিশু পুত্র। জানা যায়, ধলাই জেলার মনু এলাকা থেকে তেলিয়ামুড়ার রাজনগর গ্রামের কোন এক স্বামী পরিত্যক্ত মহিলা সাত দিন বয়সী শিশুকে নিজ বাড়িতে নিয়ে আসে।

 বিষয়টা জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। খোয়াই চাইল্ড লাইনের কর্মী স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে শিশু পুত্রটির হদিশ পায়। তারপর যেহেতু মহিলাটি সংশ্লিষ্ট শিশু পুত্রের ব্যাপারে কোন প্রকারের কাগজপত্র দেখাতে পারেনি, সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে যায়। এই বিষয়ে খোয়াই চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে, মহিলা এই শিশু পুত্রটিকে অনৈতিকভাবে মনুর কোন একটা জায়গা থেকে এনেছে, তবে এর পেছনে অন্য কোন বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে মনে করছে।গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!