স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অত্যন্ত আনন্দিত বৃহন্নলা। শুক্রবার সকালবেলা তারাও গণতন্ত্রের এই মহাযজ্ঞে শামিল হয়েছে।
নারায়ণপুরে এক অঙ্গনওয়াড়ি সেন্টারে তারা কয়েকজন ভোটার ভোট দিয়েছেন। তাদের বক্তব্য তারা ভোট দিয়ে অত্যন্ত খুশি। কারণ নির্বাচন কমিশন তাদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছে। এর জন্য নির্বাচন কমিশনকে তারা বৃহন্নলাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানো হচ্ছে বলে জানান মালা নামে একজন ভোটার।