Friday, May 31, 2024
বাড়িরাজ্যবাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষে গুরতর আহত হল দুই

বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষে গুরতর আহত হল দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : শান্তিরবাজার মহকুমার মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন এলাকায় বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষে গুরতর আহত হল দুই জন। ঘটনার বিবরনে জানা যায় বৃহস্পতিবার বিকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে TR-08E-5946 নাম্বারের পালসার বাইক ও TR-08E-9589 নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

  এতে করে বাইক চালক ও স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরে গুরতর ভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলো ব্রিজেস দেবর্বমা, বয়স ১৭  বছর ও স্যামসং কলই, বয়স ১৮ বছর। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও স্কুটিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক যুবক জানায় বাইক চালক দ্রুত গতিতে শান্তিরবাজারের দিক থেকে আসছিল। অপরদিকে স্কুটি চালক জাতীয় সড়কে বাইক ঘুরাচ্ছিল। বাইক চালকের গতি বেশি থাকায় সে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে বাইক চালক সোজা গিয়ে স্কুটিতে ধাক্কা মারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য