Saturday, March 22, 2025
বাড়িরাজ্যকালবৈশাখী ঝড়ে তছনছ স্কুল, দোকানপাট, বাড়িঘর, অঙ্গনওয়াড়ি সেন্টার

কালবৈশাখী ঝড়ে তছনছ স্কুল, দোকানপাট, বাড়িঘর, অঙ্গনওয়াড়ি সেন্টার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে তছনছ বিশ্রামগঞ্জের বড়জলা এলাকার স্কুল, দোকানপাট, বাড়িঘর, অঙ্গনওয়াড়ি সেন্টার। বন্ধ হয়ে যায় বড়জলার মূল সড়কটি। ঘটনা বৃহস্পতিবার ভোরে। জানা যায়, এদিন ভোরে প্রবল ঘূর্ণিঝড়ে রাস্তায় বিশাল আকৃতি গাছ ভেঙে পড়ে। বিদ্যুতিক তার ছিড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা। শুরু হয় ছোটাছুটি।

কিন্তু রেহাই মিললো না এলাকার বাড়িঘর হোটেল, দোকানপাট, স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টার। পশ্চিম বড়জলার ওরিয়েন্ট ইংরেজি মাধ্যম স্কুলের উপর ভেঙে পড়ে বিশাল আকৃতি গাছ। ভেঙে যায় স্কুলের ঘর। নষ্ট হয় স্কুলের বহু শিক্ষার সরঞ্জাম। স্কুলে প্রায় ৭৬ জন ছাত্র-ছাত্রী পাঠরত। কিন্তু এই দিন স্কুলের ক্লাস রুম ভেঙে যাওয়ায় বুধবার বন্ধ ছিল স্কুল। তবে দিনের বেলা এই ঝড় সংঘটিত হলে ছাত্রছাত্রীদের আঘাত আসত বলে আশঙ্কা প্রকাশ করেন স্কুলের শিক্ষক বাদল দেবনাথ। অপরদিকে বড়জলার নবোদয় সংঘ পাল পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারটির শৌচালয়ের উপর গাছ ভেঙে পড়ে। বিদ্যুতিক তার ছিড়ে পড়ে। ব্যাপক ক্ষতি হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার বলে জানান অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পার মল্লিকা দেব। এদিকে গোপাল দেবনাথের ঘর ভেঙে পড়ে। দিশেহারা গোটা পরিবার। দাবি জানিয়েছে সরকারি সহযোগিতা করার। গোপাল দেবনাথ বর্তমানে অসুস্থ হয়ে বিছানায় সজ্জাশায়ী। ঘরে রয়েছে স্ত্রী সহ তার দুই সন্তান। এদিকে বিশ্রামগঞ্জের হোটেল ভেঙে তছনছ হয়ে গেছে। এক প্রকার ভাবে গোটা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য