স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : দুর্ঘটনাগস্ত গাড়িতে ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনা কৈলাসহর মহকুমার চন্ডিপুর বিধানসভার ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের বিকারাই পাড়ায়।
জানা যায়, এদিন সকালে একটি টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি কালভার্টে ধাক্কা দিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায়। গাড়ির নম্বর TR 01 BH 0558 । সাথে সাথে গাড়িতে আগুন লেগে যায়। দমকল কর্মীদের খবর দিলেও দমকল কর্মীরা আসার আগে পুরো গাড়িটি আগুনে জ্বলে যায়। এদিকে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়। তাদের নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।