Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের পৌরহিত্যে বৈঠক

নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের পৌরহিত্যে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : শনিবার দুপুরে খোয়াই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য অধিকারিক পুনিত আগরওয়ালের পৌরহিত্যে পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ এবং গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খোয়াই জেলাভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের আই.জি জি এস রাও, জেলা নির্বাচন আধিকারিক তথা খোয়াই জেলাশাসক চান্দনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার ড. রমেশ চন্দ্র যাদব, দুই মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক, বিএসএফ ও সিএপিএফের কমান্ডেন্ট, জেলায় সমস্ত এ.আর.ও, সকল নোডাল অফিসার, সকল সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার সহ নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত অফিসাররা উপস্থিত ছিলেন। রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল বৈঠক শেষে জানান , নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ খতিয়ে দেখা হয়েছে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশ এবং রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য