স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ডাক্তার শিক্ষক কিংবা সমাজের কোনো প্রতিষ্ঠিত কমিউনিস্টদের দলে নাম না লেখালে তারা ভালো ব্যক্তি নন। এটাই ছিল বাম আমলের মূলনীতি। আসল কথাটা হচ্ছে সিপিআইএম মুখে গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে তারা মানেন না। বৃহস্পতিবার বড়দোয়ালি মন্ডলের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসমাবেশে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন এবারের লোকসভা নির্বাচনে বিরোধীদের সামনে কোনরকম ইস্যু নেই। আগে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠতো। কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর থেকে কেলেঙ্কারি শব্দটাই মুছে গেছে। যার কারণে বিরোধীদের এবারে মন্ত্র হচ্ছে গণতন্ত্র নেই আর সংবিধানকে রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন সিপিআইএম এই রাজ্যের বুকে ৩৫ বছর শাসন করেছে। তাদের মুখে এই ধরনের গণতন্ত্র শোভা পায় না। সিপিআইএম আমলে সংগঠিত বিভিন্ন খুনের তথ্য তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী সমাবেশের পর এদিন একটি যোগদান সভা ও অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ৯ পরিবারের ২৯ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগদেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন এই নির্বাচনী জনসমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।