স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে ফের নিশি কুটুম্বদের আনাগোনা বিশালগড় থানা এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাতে হরিশ নগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি হয়।
জানা গেছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন হরিশ নগর এলাকায় পরিমল দেবনাথের বাড়ি থেকে চারটি গবাদি পশুর মধ্যে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চুরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকদের নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পরিমল দেবনাথ জানায় গবাদি পশু প্রতিপালন করেই তার সংসার চলে। গরুটি চুরি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছে তার পরিবার। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার গরুটি উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।