Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যআমরা বাঙালি দুই প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান দলের সম্পাদকের

আমরা বাঙালি দুই প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান দলের সম্পাদকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : এন.আর.সি এবং সি.এ.এ-র অজুহাতে একটা অংশের মানুষকে বিদেশী করার চক্রান্ত রুখতে, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের দাবিতে ও সংবিধানের ৩ নং ধারা অনুযায়ী বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল ‘বাঙালীস্তান’ গড়ার লক্ষ্যে আমরা বাঙালী প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান আমার বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

মঙ্গলবার শিবনগর রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আগামী ১৯ এপ্রিল পশ্চিম আসনে ও ২৬ এপ্রিল পূর্ব আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বাঙালী দল দুটো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। ১-ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা বাঙালীর প্রার্থী হচ্ছেন গৌরী শংকর নন্দী ও ২-ত্রিপুরা পূর্ব (এসটি) আসনে দলের প্রার্থী হলেন অর্চনা উরাং। উভয়েরই প্রতীক চিহ্ন ‘মাঝি সহ চলমান নৌকা’। ইতোমধ্যেই রাজ্যবাসী জেনে গেছে যে, শাসক বিজেপি কেন্দ্রের বহুদলীয় জোট এনডিএ-এর আদলে নীতি আদর্শ বিসর্জন দিয়ে ত্রিপুরাতে বিজেপি-তিপ্রা মথা ও আইপিএফটি মিলে ত্রিদলীয় জোট গঠন করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রার্থী মথার হলেও প্রতীক ব্যবহৃত হবে বিজেপি -র। মথার প্রার্থী পাশ করলে মথার ও বিজেপি -র রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী বাঙালীর অস্তিত্ব অধিকারের উপর যে আঘাত আসবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, মথার রাজনৈতিক আদর্শই হচ্ছে ‘পুইলা জাতি-উলু পার্টি’ আর শ্লোগান হচ্ছে ‘গো ব্যাক্ বাংলাদেশী’। তাই আমরা বাঙালি দুই প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!