Friday, March 29, 2024
বাড়িরাজ্যএক টাকার বিনিময় খাবার, আইজিএম হাসপাতালে সামনে

এক টাকার বিনিময় খাবার, আইজিএম হাসপাতালে সামনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : রাজধানীর বটতলা এলাকার পর আইজিএম হাসপাতালে সামনে মিলবে এক টাকার বিনিময় দুপুরের খাবার। আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে আই জি এম হাসপাতালের সামনে গরিবদের জন্য এক টাকায় অন্ন ভোজনের ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হয়। কারণ আইজিএম হাসপাতালে দূরদূরান্ত থেকে বহু রোগী ও রোগীর পরিজন আসে।

তাই দুঃস্হ ও ক্ষুধার্ত রোগীর পরিজনদের জন্য প্রতিদিন ১ টাকায় অন্ন ভোজন ব্যবস্থা করা হয়েছে। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগে রাজ্যের সামাজিক সংস্থা গুলি এগিয়ে আসার জন্য। যেসব শ্রমিকরা এ ধরনের উদ্যোগ নিয়েছে তারা নিজেরাও গরীব হয়ে সমাজের কাজেই এগিয়ে এসেছে। তারা নিজের পেশাগত কাজে ব্যাঘাত ঘটিয়ে সমাজের স্বার্থে এ ধরনের কাজ করার জন্য অনেক শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার। শ্রমিক নেতা বিপ্লব কর এবং তার সহযোগীরা এ ধরনের পরিষেবা আগামী দিনেও অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন দীপক মজুমদার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য