স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে রাজ্যে ফিরতে শুরু করেছে পড়ুয়ারা। কেন্দ্র ও রাজ্য সরকারের সহায়তায় তারা নিজ বাড়িতে ফিরে আসছেন। বৃহস্পতিবার ইউক্রেন থেকে রাজ্যে ফিরে আসা দুই পড়ুয়া মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাত করেন। ইউক্রেন থেকে রাজ্যে ফিরে আসা দুই ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে এদিন দেখা করেন তারা।
পরিবারের সদস্যদের মধ্যে ছিল স্বস্তির নিঃশ্বাস। এদিন অভয়নগরের বাসিন্দা জেসমিন দেববর্মা ও বিলোনিয়া বনকরের বাসিন্দা মেঘা ত্রিবেদী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। কোভিড পরিস্থিতি থেকে শুরু করে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা একটা প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ। রাজ্যের বেশ কিছু বাসিন্দা রয়েছে যারা ইউক্রেনে পড়তে গিয়েছিল। তাদের মধ্যে দুজন এদিন দেখা করেন। এরা ২৫ ফেব্রুয়ারী রওয়ানা হয়। এরপর দিল্লি হয়ে এদিন রাজ্যে এসে পৌছায়। ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা। এই অবস্থা থেকে বেরিয়ে এসে তাদের নিরাপদে ফেরানোর ক্ষেত্রে কম সময়ের মধ্যে প্রচেষ্টা নেন প্রধানমন্ত্রী বলে জানান মুখ্যমন্ত্রী। বাকীদের ফেরানোর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রক বিশেষ উদ্যোগ নিয়েছে। যোগাযোগ করে সীমান্ত অতিক্রম করতে পারলেই তাদের ফিরিয়ে আনা হচ্ছে। ইউক্রেন গিয়ে তাদের উদ্ধার করার মত বর্তমানে পরিস্থিতি নেই। সেখানে অবস্থানরতরা সীমান্ত অতিক্রম করলেই তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সমস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে রাজ্যে প্রত্যেককে ফেরানোর জন্য রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে রাজ্যে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন ছাত্র ছাত্রী ও তাদের পরিবার।