Friday, February 14, 2025
বাড়িরাজ্যউদ্বোধন হৃষীকেশ সাহা স্মৃতি গ্রন্থাগার

উদ্বোধন হৃষীকেশ সাহা স্মৃতি গ্রন্থাগার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয় হৃষীকেশ সাহা স্মৃতি গ্রন্থাগারের। এইদিন প্রথমে ফলক উন্মোচন করে এবং পরে ফিতা কেটে হৃষীকেশ সাহা স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

 পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রয়াত হৃষীকেশ সাহা সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। স্বামীজি একটা কথা বলেছিলেন প্রকৃত শিক্ষা সকল সমস্যার সমাধান করতে পারে। স্বামীজির আদর্শকে বর্তমানে সকলে অনুসরণ করছে। সমগ্র বিশ্বের পাশাপাশি ত্রিপুরা রাজ্যও বর্তমানে স্বামীজির আদর্শকে অনুসরণ করে চলছে। মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন শুধুমাত্র আইন করে নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব হয়। একমাত্র প্রকৃত শিক্ষা নেশা মুক্ত ত্রিপুরা গড়তে পারে।

হৃষিকেশ সাহার সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। তিনি জীবনে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রিপুরার সংস্কৃতিতে তিনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আজ হৃষিকেশ সাহা ছেলে রূপক সাহা যেই উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত বড় কাজ। কোন এক সময় ভাবা যায়নি আগামী দিনে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তবে ডিজিটাল লাইব্রেরি গড়ে উঠায় সমাজের বহু মানুষ উপকৃত হবে। আজকের দিনে পৃথিবীটা মানুষের মোবাইল ফোনে এসে গেছে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বই। আর এর কোষাগার লাইব্রেরি। তাই সেই লাইব্রেরী ডিজিটাল হয়ে মানুষের পকেটে এসে গেছে। আর এটাই ডিজিটাল প্লাটফর্ম বলে জানান আগরতলা সভাপতি সুবল কুমার দে। মুদ্রণশিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভাবতে হবে ডিজিটাল যুগে মানুষ কোথায় চলে যাচ্ছে এবং আগামী দিন কোথায় গিয়ে পৌঁছবে। তিনি আরো বলেন, ৬০-৭০ দশকে ক্লাবগুলি শক্তি প্রদর্শন করত। কিন্তু এখন আর ক্লাব শক্তি প্রদর্শনের চিন্তাধারা করে না। ক্লাব গুলি এখন সামাজিক কর্মসূচি করতে এগিয়ে আসছে। তবে নেশার রুখতে ছেলে মেয়েদের অভিভাবকদের সচেতন হতে হবে বলে আহ্বান জানান তিনি। নেশার বিরুদ্ধে অভিযান চলবে আর মদের দোকান খোলার জন্য লাইসেন্স দেওয়া হবে সেই দ্বিচারিতা বন্ধ করতে হবে। এর জন্য রাজ্য সরকারকে এবং ক্লাব ফোরামকে ভূমিকা নিতে হবে বলে আহ্বান জানান তিনি। লালবাহাদুর ক্লাব বিভিন্ন সামাজিক কর্মসূচি কবে আসছে। পাশাপাশি পিতার জীবনী ও কাজকর্ম সম্পর্কে তুলে ধরেন হৃষিকেশের ছেলে রূপক সাহা। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য